করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত দুই দিনে দেশটিতে দৈনিক সাড়ে ৩ হাজারের বেশি মানুষ মারা যায়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়াল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট তিন লাখ ৫০ হাজার ৭৭৮ জন মানুষ মারা যান। আক্রান্ত হয়েছেন দুই কোটি দুই লাখ ১৬ হাজার ৯৯১ জন।
বুধবার দেশটিতে ৩ হাজার ৮৮৮ জন মারা গেছেন। এ দিন আক্রান্ত হয় দুই লাখ ৩৪ হাজারের বেশি। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্কে। অঙ্গরাজ্যটিতে মারা গেছেন ৩৭ হাজার ৮৬৮ জন।
এদিকে করোনা প্রতিরোধে দুই সপ্তাহ আগে টিকাদান শুরু করেছে দেশটি। এটিই বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ও মডার্নার দুইটি টিকা দেয়া হচ্ছে মার্কিন নাগরিকদের
আগামী বছরের এপ্রিলের মধ্যে দেশটির ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন