বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) আরও ১০ হাজার প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৫ লাখের বেশি। ফলে মহামারীর বছরজুড়ে মৃতের সংখ্যা ছাড়াল ১৮ লাখ ৩৪ হাজার; আক্রান্ত ৮ কোটি সাড়ে ৪৩ লাখ মানুষ।
শুক্রবারও দু’হাজারের বেশি মৃত্যুতে আমেরিকায় মোট প্রাণহানি তিন লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ- ৬শ’র বেশি প্রাণহানি হয়েছে ব্রিটেনে। দিনে ৪শ’ থেকে সাড়ে ৫শ’ করে মৃত্যু রেকর্ড করেছে রাশিয়া, ব্রাজিল, ইতালি, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড।
দৈনিক প্রাণহানি কিছুটা কমেছে জার্মানি, ফ্রান্স ও ভারতে। ব্রাজিলে করোনায় মোট মৃত্যু ১ লাখ ৯৫ হাজারের বেশি; ভারতে ১ লাখ ৪৯ হাজারের বেশি। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ২৭ হাজারের কাছাকাছি।
বিডি প্রতিদিন/কালাম