ফ্রান্সে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে পার্টিতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। বিবিসি জানিয়েছে, আড়াই হাজারের বেশি মানুষ ওই পার্টিতে অংশ নিয়েছে।
গত বৃহস্পতিবার ব্রিটানির রেনেসের কাছে লিঁওরো নামক স্থানে ওই পার্টি শুরু হয়েছে। এখনো সেই পার্টি চলছে। পার্টিতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্রিটেন ও স্পেনের নাগরিকও আছেন।
পুলিশ পার্টি থামানোর চেষ্টা করায় পার্টিতে অংশগ্রহণকারীরা সংঘর্ষে জড়ান। সংঘর্ষে কমপক্ষে ৩ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, পুলিশ পার্টি থামানোর চেষ্টা করছে। কিন্তু তারা সেখানে গিয়ে অসহযোগিতামূলক আচরণের শিকার হয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা