মালয়েশিয়ায় কঠোর স্বাস্থ্যবিধি মানার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় আগামী ৩১ মার্চ পর্যন্ত রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (আরএমসিও) সময়সীমা বাড়ানো হয়েছে।
শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসমাঈল সাবরি ইয়াকুব স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানান। এ ছাড়া অভিবাসীকর্মীদের গত ১ জানুয়ারি থেকে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।
শুক্রবার আরেক বিবৃতিতে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বলেন, ‘পরীক্ষা না করলে ১ হাজার মালয়েশিয়ান রিংগিত বা ৬ মাস কারাদণ্ড হতে পারে। মালয়েশিয়ায় দ্বিতীয় করোনা সংক্রমণ ১ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তমতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, একটানা ৩ মাস আরএমসিও বাড়ানো হয়েছে।’
এই বিধি লঙ্ঘন করলে গ্রেফতার করে, তাদের বিচারের মুখোমুখী করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ