রাশিয়ায় ৮ লাখেরও বেশি মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মৌরাসকো। একই সঙ্গে ১৫ লাখের বেশি টিকা বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার যখন তিনি এসব তথ্য জানান, তখন ২৪ ঘণ্টায় দেশটিতে ২৬ হাজার ৩০১ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখ ১২ হাজার ৬৩৭ জন।
কর্তৃপক্ষ বলছে, ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২ জন।
ডিসেম্বরের শুরু থেকেই স্পুটনিক ভি নামে একটি টিকা দেয়া শুরু করেছে রাশিয়া। মহামারী সংক্রমণের দিক থেকে বিশ্বের চতুর্থ অবস্থানে রাশিয়া। আরও কয়েকটি টিকা উদ্ভাবনের পরিকল্পনায় মানুষের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আশার সঞ্চার হয়েছে।
দেশটিতে গত ১ জানুয়ারি থেকে যাদের টিকা দেয়া হয়েছে, তারা টিকা গ্রহণের একটি বৈদ্যুতিক সনদ পেয়েছেন। যারা টিকা পাচ্ছেন, তথ্যভাণ্ডারে তাদের তালিকাভুক্ত করা হচ্ছে। অন্য কয়েকটি দেশেও স্পুটনিক ভি টিকা রফতানি করা হচ্ছে। ২১ দিনের ব্যবধানে দুটি ডোজে এ টিকা দেয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর