ভারতে নতুন করে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৫০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ১৮ হাজার ১৭৭।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার ছোবলে মৃত্যু হয়েছে ২১৪ জনের। আর সুস্থ হয়ে ফিরেছেন ১৯ হাজার ৫৫৭ জন। মোট সুস্থতার সংখ্যা সাড়ে ৯৯ লাখের কাছাকাছি।
তবে নতুন সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী হওয়ার পাশাপাশি কমল অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগী ২ লাখ ৪৩ হাজার ৯৫৩। রবিবার যা ছিল ২ লাখ ৪৭ হাজার ২২০ জন।
ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৪০ হাজার ৪৭০ জন। করোনামুক্ত হয়ে ফিরেছেন মোট ৯৯ লাখ ৪৬ হাজার ৮৬৭। আর দেশে মোট করোনার মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৬৪৯ জন।
সূত্র : সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/এমআই