রাজধানী ঢাকার জন্য করোনাভাইরাসের ৪ লাখ ডোজ টিকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার সকালে টিকা বিতরণের প্রস্তুতি নিয়ে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।
সেখানে জানানো হয়, পরীক্ষামূলক প্রয়োগের পর এবার গণহারে টিকা দেওয়া হচ্ছে। আগামী রবিবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে জেলায় জেলায় করোনার টিকা পৌঁছে গেছে। টিকা বিতরণের জন্য ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা অ্যাপ কিংবা অনলাইনে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের সহযোগিতা করবে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
এদিকে রাজধানীর ৫ হাসপাতালে প্রাথমিকভাবে টিকাগ্রহীতাদের কয়েকজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও এখন সবাই সম্পূর্ণ সুস্থ বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ