২০টি দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে সৌদি আরব। করোনার সংক্রমণ ঠেকাতে বুধবার (৩ ফেব্রুয়ারী) থেকে এই নিষেধাজ্ঞা চালু হবে।
খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত,জার্মানি, যুক্তরাষ্ট্র , ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স,মিশর , লেবানন, ভারত,পাকিস্তানসহ ২০ দেশের জনগণ এই অস্থায়ী নিষেধজ্ঞার আওতায় থাকবে।
তবে ঐ সব দেশে থাকার সৌদি নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ