বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবরে বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার) আরও সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে চার লাখ মানুষের শরীরে।
দিনে সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি হয়েছে আমেরিকায়। দেশটিতে এদিন মারা গেছে সাড়ে তিন হাজার মানুষ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪ লাখ ৬১ হাজার।
এদিন দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১ লাখেরও বেশি মানুষের শরীরে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজারেরও বেশি।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৩শ’ মানুশের মৃত্যু হয়েছে ব্রিটেনে। ব্রাজিলেও মারা গেছে হাজারের বেশি মানুষ।
এছাড়া স্পেন, রাশিয়া, ইতালি ও জার্মানিতেও মৃত্যু হয়েছে পাঁচ শতাধিক করে মানুষের। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ২২ লাখ ৭৮ হাজারের বেশি। শনাক্তকৃত রোগীর সংখ্যা ১০ কোটি সাড়ে ৪৯ লাখের বেশি।
বিডি প্রতিদিন/কালাম