অর্ধেকে নামলো করোনার টিকাদানের টার্গেট। ৬০ লাখের বদলে প্রথম মাসে ৩৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এ তথ্য জানিয়েছেন।
এদিকে, আগামী জুনের মধ্যে, বাংলাদেশকে ১ কোটি ২৭ লাখ করোনা টিকা দেয়ার কথা জানিয়েছে কোভ্যাক্স। এই টিকা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন এই প্ল্যাটফর্ম।
বিশ্বব্যাপী কোভ্যাক্সের টিকা বণ্টনের তালিকা প্রকাশের মাধ্যমে, এ তথ্য নিশ্চিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিডি প্রতিদিন/ফারজানা