করোনা প্রতিরোধে নিজেদের টিকা 'স্পুটনিক ভি' তৈরির শেষ পর্যায়ের ট্রায়াল এখন শুরুর অপেক্ষায়। কিন্তু এখনই গণহারে এই টিকা প্রদানের অনুমোদন দিয়েছে রুশ কর্তৃপক্ষ। তথ্য বিশ্লেষণের ভিত্তিতে 'স্পুটনিক ভি' এর কার্যকারিতা দেখা গেছে ৯১.৬ শতাংশ।
ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর করোনার পরিসংখ্যান অনুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ হাজার ২০৫ জন । মোট ৩৯ লাখ ১৮ হাজার শনাক্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ লাখ ৮৯ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত ৫২১ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ হাজারের ৭১৪ জন।
করোনা সংক্রমণ রোধে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট নিষেধাজ্ঞা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে রাশিয়া। গত ডিসেম্বরে থেকে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হলে বিশ্বজুড়ে আতঙ্ক দেখা দেওয়ায় তাদের ওপর ফ্লাইট নিষেধাজ্ঞা দেয় অনেক দেশ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির