২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:২১

জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা নিরাপদ: এফডিএ

অনলাইন ডেস্ক

জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা নিরাপদ: এফডিএ

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনা টিকা নিরাপদ এবং কার্যকরী। এটি ফ্রিজারের পরিবর্তে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যাবে। ফাইজার ও মর্ডানার টিকার তুলনায় এ টিকার দামও কম। 

আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রে খুব শীঘ্রই ফাইজার ও মর্ডানা উদ্ভাবিত টিকার পর জনসনের করোনা টিকা অনুমোদন পেতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

গত মাসের করোনা টিকা ট্রায়ালের তথ্য প্রকাশ করে জনসন অ্যান্ড জনসন। গুরুতর অসুস্থতা সারিয়ে তুলতে এ টিকার কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছিল কোম্পানিটি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গুরুতর অসুস্থতা সারিয়ে তুলতে জনসনের টিকা ৮৫ ভাগ কার্যকরী। তবে এর গড়পড়তা কার্যকারিতার হার ৬৬ ভাগ। এ টিকার ট্রায়ালে কারও মৃত্যু হয়নি এবং কাউকে হাসপাতালেও ভর্তি হতে হয়নি। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর