আগামী ৮ এপ্রিল থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। আজ সোমবার দুপুরে তিনি এই তথ্য জানান।
তিনি জানান, ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হবে। এ পর্যন্ত প্রায় ৬০ হাজার ডোজ টিকা মজুদ আছে। সেখান থেকেই দ্বিতীয় ডোজের কার্যক্রম চালানো হবে। পাশাপাশি প্রথম ডোজ প্রদানের প্রক্রিয়া চলমান থাকবে।
জানা যায়, দেশে করোনার সংক্রমণ বাড়লেও টিকা গ্রহীতার সংখ্যা কমে যাচ্ছে। সর্বশেষ গতকাল রবিবার চট্টগ্রামে ১ হাজার ২৫৮ জন টিকা গ্রহণ করেছেন।
এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, নির্দিষ্ট বয়সসীমা থাকার কারণে আপাতদৃষ্টিতে আগ্রহীর সংখ্যা কমেছে বলে মনে হচ্ছে। বসয়সীমা কমানো হলে আগ্রহীদের সংখ্যা কমেছে কিনা তা বুঝা যাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর