সিরাজগঞ্জের কাজিপুরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে লোকমান হোসেন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে তার মৃত্যু হয়। লোকমান উপজেলার কাচিহারা গ্রামের মৃত কাশেম আলীর পুত্র। ঢাকায় তিনি পোশাক কারখানায় কাজ করতেন। এক সপ্তাহ পূর্বে তিনি ঢাকা থেকে সর্দি-জ্বর নিয়ে বাড়ি আসেন।
করোনা উপসর্গ নিয়ে বুধবার ভোরে বাড়ি থেকে চিকিৎসার উদ্দেশ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হন। পরে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। বিকেলেই তার রিপোর্ট পজিটিভ আসার কিছুক্ষণ পরেই মারা যান তিনি। ওই দিন সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়। কাচিহারা গ্রামের ইউপি সদস্য আব্দুস সামাদ এই তথ্য নিশ্চিত করেন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, আজ সকালে লোকমানের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত তাদের সবাইকে বাড়ির ভিতরেই অবস্থান করতে বলা হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, লোকমান করোনা আক্রান্ত ছিলেন। বগুড়াতেই করোনায় মৃত ব্যক্তির সৎকারে নিয়োজিত ব্যক্তিরা তাকে গোসল করান এবং সাথে এসে তার দাফন কার্য সম্পন্ন করেন। উলেখ্য, করোনার দ্বিতীয় ধাপে করোনা আক্রান্ত হয়ে কাজিপুরে এটিই প্রথম মৃত্যু।
বিডি প্রতিদিন/আল আমীন