করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনে থাকবে অস্ট্রিয়ার তিনটি রাজ্য। রাজ্য তিনটি হলো- ভিয়েনা, লোয়ার অস্ট্রিয়া এবং বুর্গেনল্যান্ড।
জানা যায়, অস্ট্রিয়ার ভিয়েনা, লোয়ার অস্ট্রিয়া এবং বুর্গেনল্যান্ড রাজ্যের হাসপাতালের আইসিইউতে করোনা রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউনের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
লকডাউনের সময় সকল ধরনের শপিং মল, বিউটি পার্লার, সেলুন, বন্ধ থাকবে। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকানগুলো খোলা থাকবে। এছাড়া অস্ট্রিয়ার ভিয়েনাতে জনসম্মুখে সকলের জন্য এফএফ-২ মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। গৃহে কিংবা গৃহের বাইরে বৈঠকের জন্য ১+১ বিধি প্রযোজ্য হবে। অর্থাৎ একজন ব্যক্তি শুধুমাত্র একজনের সাথেই বৈঠক করতে পারবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত