২ এপ্রিল, ২০২১ ১৩:৫২

বাসায় সুস্থ আছেন করোনাক্রান্ত ডা. নাসিমা সুলতানা, চাইলেন দোয়া

অনলাইন ডেস্ক

বাসায় সুস্থ আছেন করোনাক্রান্ত ডা. নাসিমা সুলতানা, চাইলেন দোয়া

ডা. নাসিমা সুলতানা

টিকা গ্রহণের দুই মাসেরও বেশি সময় পর করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তিনি।

শুক্রবার (২ এপ্রিল ) সকালে করোনা আক্রান্ত ডা. নাসিমা সুলতানা গণমাধ্যমকে বলেন, গতকাল বৃহস্পতিবার করোনা পরীক্ষা করেছি। এদিন জানতে পারি আমার করোনা পজিটিভ। এখন বাসায় আছি। সুস্থ আছি। এসময় নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

এর আগে, বৃহস্পতিবার রাতে ফেসবুক স্ট্যাটাস তিনি লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা গত ২৭ জানুয়ারি দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কার্যক্রম উদ্বোধনের দিন টিকাও গ্রহণ করেছিলেন। টিকা গ্রহণের দুই মাসেরও বেশি সময় পর তিনি করোনায় আক্রান্ত হলেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর