বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফেসবুকে স্ট্যাটাসে মেয়ে জান্নাতুল ইলমি সূচনা এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে সূচনা লেখেন, ‘আমাদের পরিবারের চারজনেরই করোনা পজিটিভ এসেছে। বাবা-মাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে। কেননা বাবার এখনও সেলাই হয়নি, মায়ের শ্বাসকষ্টের সমস্যা আছে।’ করোনা থেকে দ্রুত মুক্তি পেতে সবার দোয়া কামনা করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন হাবিব-উন নবী খান সোহেল। তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির