কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম করোনায় আক্রান্ত হয়েছেন।
কোন লক্ষণ না থাকলেও সংসদে যোগ দেওয়ার আগে করোনা টেস্ট করার নিয়ম থাকায় বৃহস্পতিবার (১ এপ্রিল) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন তিনি। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে এই নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ এসেছে বলে পরদিন রাতে তাকে জানানো হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক। তিনি শারীরিকভাবে ভাল থাকায় নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির