রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।
হাসপাতালের আইসিইউ এবং ২৯ ও ৩০ নম্বর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস শুক্রবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়া তিনজনের শ্বাসকষ্টসহ করোনার সব উপসর্গই ছিল। মৃত্যুর পর তাদের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনে নির্দেশ দেয়া হয়েছে।
ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনায় আক্রান্ত ৪১ জন রোগী বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে আটজনকে। এছাড়া উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন আরও ৪৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে রামেক হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার তাদের নমুনা পরীক্ষা করা হতে পারে।
এদিকে, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান জানান, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে, রাজশাহী জেলায় ৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁ সাতজন, নাটোর ১০ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ৫১ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ৩৮ জন।
বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনায় ৪২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৬৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ জন মারা গেছেন রাজশাহীতে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন