কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার রাত ১০টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় এবং শুক্রবার বেলা ১১টার দিকের মৃত্যুবরণ করেন তারা। তাদের মধ্যে হোসেনপুর উপজেলার ৭০ বছর বয়সী একজন পুরুষ এবং সদর উপজেলার ৫৫ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন।
এছাড়া নতুন করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৯ জন, করিমগঞ্জে একজন, পাকুন্দিয়ায় ছয়জন, কুলিয়ারচরে একজন, ভৈরবে সাতজন ও বাজিতপুরে সাতজন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৩২ জন।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা রোগী ছয়জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন দুজন, সন্দেহজনক করোনায় মৃত্যু হয়েছে দুজনের এবং আইসিইউতে ভর্তি রযেছেন ছয়জন।
গত ৮ ও ৯ এপ্রিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব হতে ১৮৪ জনের নমুনা সংগ্রহ করে ৪০ জনের পজিটিভ পাওয়া গেছে। এছাড়া, গত ৮ এপ্রিল বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, করোনা থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৬৮২ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন মোটে ৭০ জন। বর্তমানে সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮০ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৫৮ জন, হোসেনপুরে ৯ জন, করিমগঞ্জে ১০ জন, তাড়াইলে আটজন, পাকুন্দিয়ায় ২১ জন, কটিয়াদীতে ২৯ জন, কুলিয়ারচরে ১৫ জন, ভৈরবে ৮৫ জন, বাজিতপুরে ৩১ জন, মিঠামইনে আটজন ও অষ্টগ্রামে ছয়জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ৩৪০ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৪০ জন।
বিডি প্রতিদিন/এমআই