কুমিল্লার লাকসামে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জন। এ ছাড়া ওই ২৪ ঘণ্টায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সংক্রমিত রোগীর সংখ্যা ৬৬০ জন হলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে করোনা সংক্রমিত রোগী মাহমুদুল হাসান (৫১) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি পৌরসভার উত্তরকুল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলায় শুক্রবার ১০টি এন্টিজেন টেস্টের মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ আসে। বাকি ৮টি রিপোর্ট নেগেটিভ আসে। নতুন আক্রান্ত দুজনই পুরুষ। তারা পৌরসভার বাসিন্দা। উপজেলায় এ পর্যন্ত ৬৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রকোপের শুরু থেকে এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন মোট ২২ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫২৮ জন। অন্য ১১০ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা তৎপর বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ