সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিনে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ৭৭১ জন বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত আছেন ১৫ জন। তাদের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। বাকিদের যশোর শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসায় বাধ্যতামূলক ১৪ দিনের আইসোলেশনে রাখা হয়েছে। যশোর শহরের আইসোলেশন কেন্দ্রগুলোতে এক হাজারজনকে রাখার ব্যবস্থা রয়েছে। শুক্রবার সন্ধ্যার মধ্যেই এই কোটা পূরণ হয়ে গেছে। ফলে ভারত থেকে দেশে আসা ১৫০ জনকে নড়াইলের বিভিন্ন আবাসিক হোটেলে পাঠানোর প্রস্তুতি নিয়েছে যশোর জেলা প্রশাসন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, ভারত থেকে দেশে ফেরার জন্য আরও এক হাজার ২০০ জনকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।
যশোর জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ভারত থেকে যেভাবে লোকজন দেশে ফিরছেন, তাতে যশোর-নড়াইলের আবাসিক হোটেলগুলোতেও জায়গা হবে না। সেক্ষেত্রে আশপাশের অন্যজেলার আবাসিক হোটেলগুলোতেও যাতে ভারতফেরত যাত্রীদের আইসোলেশনে রাখা যায়, সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ