১৩ মে, ২০২১ ০০:৪৭

কোভিশিল্ড গ্রহণের ২ মাস পর ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি: আইইডিসিআর

অনলাইন ডেস্ক

কোভিশিল্ড গ্রহণের ২ মাস পর ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি: আইইডিসিআর

প্রতীকী ছবি

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ গ্রহণের এক মাস পর ৯২ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং দুই মাস পর তৈরি হয়েছে ৯৭ শতাংশের শরীরে।  

টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া ১২০ জনের তথ্য বিশ্লেষণ করে বুধবার (১৩ মে) এই ফলাফল প্রকাশ করে আইইডিসিআর। সংস্থাটি জানিয়েছে, যাদের কোভিড-১৯ এ সংক্রমিত হওয়ার ইতিহাস রয়েছে এবং টিকা নিয়েছেন তাদের শরীরে চার গুণ বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, এই গবেষণায় দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেওয়া ছয় হাজার ৩০০ জনের তথ্য পর্যালোচনা করা হবে। গবেষণা চলছে এবং এটি দুইবছর চলবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত 

সর্বশেষ খবর