১৫ মে, ২০২১ ১৭:০৮

দেশে শনাক্ত ও মৃতের সংখ্যা কয়েক মাসে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক

দেশে শনাক্ত ও মৃতের সংখ্যা কয়েক মাসে সর্বনিম্ন

প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। গত ৫৫ দিনের তুলনায় মৃত্যুর এ সংখ্যা সর্বনিম্ন। এর আগে গত ২১ মার্চ মৃতের সংখ্যা ২২ জন ছিল, যা পরবর্তী দিনগুলোয় ক্রমেই বাড়তে থাকে। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১২ হাজার ১২৪ জন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা গত এক বছরের তুলনায় সর্বনিম্ন। মোট ৩৭৫৮টি নমুনা পরীক্ষায় ২৬১ জন পজিটিভ শনাক্ত হন। এনিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন মোট সাত লাখ ৭৯ হাজার ৭৯৬ জন।

শনাক্ত ও মৃতের সংখ্যা আগের চাইতে অনেকটা নেমে এসেছে। ঠিক তেমনি নমুনা পরীক্ষা স্বাপেক্ষে শনাক্তের হারও কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হিসেবে শনাক্তের হার ৬.৯৫%। বিগত কয়েকদিন শনাক্তের হার ৭% থেকে ৯% এর ভেতরে ছিল।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬৪ জন। একই সময়ে যারা মারা গেছেন তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কারও মৃত্যু হয়।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর