১৬ মে, ২০২১ ২২:১৩

বুড়িমারী স্থলবন্দরে ভারতফেরত তিন শিক্ষার্থীর করোনা পজিটিভ

লালমনিরহাট প্রতিনিধি:

বুড়িমারী স্থলবন্দরে ভারতফেরত তিন শিক্ষার্থীর করোনা পজিটিভ

ফাইল ছবি

ভারতে থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসা তিন শিক্ষার্থীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ওই তিন শিক্ষার্থী বুড়িমারী স্থলবন্দরের ‘সাম টাইমে’ আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। এদিকে ভারতফেরত তিন শিক্ষার্থীর করোনা পজিটিভের খবর ছড়িয়ে পড়ায় লালমনিরহাটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

রবিবার বিকেল সাড়ে ৫টায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, ওই তিন শিক্ষার্থীর করোনা ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হবে। 

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান বলেন, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি যাত্রীদের লালমনিরহাট জেলা সদরসহ পাটগ্রাম ও বুড়িমারী স্থলবন্দরের পাঁচটি আবাসিক হোটেলে ৮৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তাদের দেখভালের জন্য থানা পুলিশ ও গ্রাম পুলিশ রাখা হয়েছে, যাতে তারা বাইরে বের হতে না পারেন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

সর্বশেষ খবর