চীনের উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এই দাবি করে আসছে। আবার সেই করোনার উৎস নিয়ে চীনকে কটাক্ষ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। এই মহামারীর উৎস সন্ধানে বেইজিংয়ের থেকে স্বচ্ছ প্রক্রিয়া ও আরও তথ্য প্রকাশের দাবি জানিয়েছে হোয়াইট হাউস। এমনকি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকেও সহযোগিতা চেয়েছে জো বাইডেন প্রশাসন।
করোনাভাইরাস মোকাবিলায় হোয়াইট হাউসের প্রবীণ উপদেষ্টা অ্যান্ডি স্লাভিত বলেন, এই গোটা ঘটনার শুরুতে যাওয়া দরকার। করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনের স্বচ্ছ প্রক্রিয়া ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফাউচি বলেন, এই বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়া উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তের পর পরবর্তী পর্যায়ে যাওয়ার সময় এসেছে। ভাইরাসটির উৎস নিয়ে আমরা ১০০ শতাংশ নিশ্চিত হতে পারিনি।
অতীতে করোনা মহামারীর জন্য চীনকেই দায়ী করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে উহানে তদন্ত চালিয়ে বেইজিংকে ক্লিনচিট দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও এই রায় মানতে নারাজ আমেরিকা ও ইউরোপের দেশগুলি।
কিছুদিন আগে চীনেরই এক ভাইরাস বিশেষজ্ঞ অভিযোগ করেন, চীনের গবেষণাগার থেকে জীবাণুযুদ্ধের মহড়া হিসেবেই ওই মারণ ভাইরাস পরিবেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই চীনা বিজ্ঞানী বলেছিলেন, গত জানুয়ারি থেকেই ইউটিউবের মাধ্যমে সকলকে জানাতে শুরু করেছিলাম যে পিপলস লিবারেশন আর্মির গবেষণাগারেই জন্ম এই ভাইরাসের। ইচ্ছাকৃতভাবেই তা ছড়ানো হয়েছিল। জিনপিং সরকার তা ভাল করেই জানে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির