জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ‘শুভকাজে সবার পাশে’ স্লোগান ধারণ করে ‘বিশ্বরাজনীতির একশ বছর’ বইয়ের ওপর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য, ইতিহাস ও রাজনীতি নিয়ে আড্ডা দেওয়া হয়।
রবিবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় জ্ঞানের আগ্রহ ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এ সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুভসংঘের সাহিত্য আড্ডা বিষয়ক আয়োজক টিম এ পর্যন্ত বেশ কয়েকটি আড্ডা ও পাঠচক্র আয়োজন করেছে। আড্ডাগুলোতে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আজ তারেক শামসুর রেহমানের লেখা আলোচিত গ্রন্থ ‘বিশ্ব রাজনীতির একশো বছর’ বইটির ওপর ধারাবাহিকভাবে কয়েকটি সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আড্ডাগুলোর প্রতিটিতে নিয়মিতভাবে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবারের অংশগ্রহণকারীরা রুশ বিপ্লব, তার প্রেক্ষাপট, ফলাফল এবং পতনের কারণসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ নিয়ে আলোচনায় অংশ নেন। পাঠচক্রটি পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. মাইনুদ্দিন।
আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, এই ধরনের সাহিত্য আড্ডা তাদের জড়তা কাটিয়ে নিজেকে প্রকাশ করতে সাহায্য করছে। একই সঙ্গে সাহিত্য, সমাজ, সংস্কৃতি ও অর্থনীতির বিষয়ে গভীর ধারণা গড়ে উঠছে, যা ভবিষ্যতে তাদের নেতৃত্ব ও চিন্তার পরিসর প্রসারিত করবে।
আড্ডায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ। তিনি বলেন, ‘সাহিত্য মানুষের জ্ঞান ও বোধকে বিস্তৃত করে। আজকের আড্ডায় আমরা রুশ বিপ্লবের পটভূমি, ফলাফল ও পতনের কারণ নিয়ে বিশ্লেষণ করেছি। ইতিহাস জানা জরুরি, কারণ ভবিষ্যতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণেও এ জ্ঞান কাজে আসবে।’
শুভসংঘের আয়োজনে শুধু সদস্যরাই নয়, সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া শিক্ষার্থীরা এ উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ