রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জালিয়াতি করে ভর্তি হতে এসে আব্দুল্লাহ আল ইমরান নামে এক যুবক আটক হয়েছেন। ভর্তি পরীক্ষায় ফেল করেও মিথ্যা তথ্য দিয়ে ভর্তি চেষ্টা করেন তিনি।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আটক আব্দুল্লাহ আল ইমরান রংপুর সদরের রবিউল আলমের সন্তান। তার সি ইউনিটে ভর্তি পরীক্ষার রোল ৮৩৩১৬১৭৭ এবং প্রাপ্ত নম্বর ২২।
প্রক্টর বলেন, ভর্তি পরীক্ষায় ফেল করেও মিথ্য তথ্য দিয়ে ভর্তি চেষ্টা করে এই যুবক। সন্দেহ হলে বিভাগে তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রক্টর দপ্তরে পাঠিয়ে দেয়। অর্থের বিনিময়ে সে এ জালিয়াতি করেছে বলে আমরা জানতে পারি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জানা গেছে, ইমরান পরীক্ষায় ফেল করার পরও ভর্তির জন্য রংপুরের রহিসুল ইসলাম রাহী নামের এক ব্যক্তিকে ১ লাখ ৮০ হাজার টাকা দেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশ্বাস দেন। ফলে ফার্মেসি বিভাগের সভাপতির সীল ও স্বাক্ষর জালিয়াতি করে ভর্তি হতে আসেন। সভাপতি অধ্যাপক শাহনাজ পারভীনের সন্দেহ হলে তাকে প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে প্রক্টর দপ্তরে পাঠিয়ে দেন।
অর্থ লেনদেনের বিষয়ে রাহীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ফার্মেসি বিভাগের সভাপতি ড. শাহনাজ পারভীন জানান, ভর্তির জন্য ওই ছাত্র আসার পর তার কাগজপত্র দেখছিলাম। কিন্তু কাগজে আমার সীল ও স্বাক্ষর ঠিক ছিল না। ফলে সন্দেহ হলে তাকে প্রক্টর দপ্তরে পাঠিয়ে দেই।
বিডি-প্রতিদিন/বাজিত