বহু দিন গোপনে গোপনে প্রেম করার পর ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তাদের বিয়ের বয়স এখন মোটে আট মাস। ইতোমধ্যেই প্রায় দু'বার বিদেশে গিয়ে হানিমুনও করে ফেলেছেন এই দম্পতি। সুখের সংসারও চলছে। কিন্তু তার মাঝেও জাহিরের আফসোসের শেষ নেই। যখনই সোনাক্ষীর সঙ্গে প্রথম ডেটের ঘটনার কথা মনে পড়ছে। তখনই দীর্ঘ নিশ্বাস। বুকভরা হতাশা! আর মুখে একটাই কথা, প্রথম ডেটে বেরিয়ে যদি ওটা না করত সোনাক্ষী, তাহলে…।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়েই এই আফসোসের কথা স্পষ্ট জানান জাহির। সোনাক্ষীকে বিয়ে করলেও তার প্রতি এই একটা বিষয় নিয়ে রেগে আছেন তিনি, তাও জানালেন জাহির।
নিজের প্রেম ও প্রথম ডেটের কথা বলতে গিয়ে জাহির জানান, ব্যাপারটা খুব অদ্ভুত ঘটেছিল আমার সঙ্গে। সোনাক্ষী আমাকে মুম্বাইয়ের পালি ভবনে দেখা করতে ডেকেছিল। ভেবেছিলাম, আমার প্রথম ডেট হবে সেটি। কিন্তু ওখানে গিয়ে দেখি, সোনাক্ষী সঙ্গে করে দু'জন বন্ধু নিয়ে এসেছে।
তিনি বলেন, প্রথম ডেট নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। সব স্বপ্ন জলে। সোনাক্ষীকে পরে এসব নিয়ে প্রশ্ন করায় বলেছিল, আমাকে নাকি যাচাই করতে বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছিল। প্রথম ডেটটাই আমার বেকার হয়ে গিয়েছিল। এটাই আফসোস।
বিডি প্রতিদিন/কেএ