রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন ও সম্মিলিতভাবে এক মিনিট নীরবতা পালন করেছে বসুন্ধরা শুভসংঘ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে দীর্ঘদিন ধরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বসুন্ধরা শুভসংঘ।
কর্মসূচিতে শিক্ষার্থীরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
শোকসভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা, বিশিষ্ট সাহিত্যিক ও বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক সুদীপ চন্দ্র হালদার। আরও উপস্থিত ছিলেন তানভীর মাহাতাব অয়ন, অমিত সাহা, সুফল রায়, কাজী সাজ্জাদ, শুভ সাহা, অনন্যা সরকার, বৃষ্টি সেন, অর্পিতা রায়, অভিজিৎ সাহা, চয়ন রায়, সঞ্জয় কুমার রায়, গৌতম রায়, পার্থ প্রতিম রায় প্রান্ত, ঈশ্বর গুপ্ত, আরফানুল হক সজন, ঋত্বিক দেবনাথ, অনিন্দ্য নারায়ণ দে, আশিক অয়ন, রাসেল প্রধান, সজল কুমার সরকার, তন্ময় সেন তপু, রুদ্র মজুমদার, সমাপ্ত সরকার, মাইসা মীম প্রমুখ।
বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক সুদীপ চন্দ্র হালদার বলেন, ‘কুসুমের মতো কোমল শিশুদের যখন বিকেলের খেলাধুলার স্বপ্নে বিভোর থাকার কথা ছিল, তখনই মায়েরা তাদের বুকে জড়িয়ে ধরার প্রতীক্ষায় ছিলেন। ঠিক সেই মুহূর্তে যমদূতের মতো ছুটে এলো প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি। এমন হৃদয়বিদারক দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল। গোটা বিশ্ব আজ স্তব্ধ হয়ে গেছে কুসুমসম এসব প্রাণ ঝরে যাওয়ায়। আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতা থেকে এখানে একত্রিত হয়েছি। নিহতদের আত্মার শান্তি ও পরকালীন মঙ্গল কামনা করছি।’
বিডি প্রতিদিন/জামশেদ