দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ময়মনসিংহের ভালুকায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার খারুয়ালী গ্রামে বসুন্ধরা শুভসংঘ ভালুকা শাখার উদ্যোগে এই সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভালুকা শাখার উপদেষ্টা মো. মতিউর রহমান খান মোহন, মো. হাদিসুর রহমান খান, এ আর এম শামছুর রহমান এবং মোখলেছুর রহমান মনির।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, শুভসংঘের সভাপতি জাহিদুল ইসলাম সুবীন, সাধারণ সম্পাদক আফজাল ফাহিম খান, সাংগঠনিক সম্পাদক সাবিল পাঠান, দপ্তর সম্পাদক মো. সেলিম মিয়া, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জিনু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক হাবিবুর রহমান শান্ত, সদস্য সিফাত পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল