বাগেরহাটের মোংলা উপজেলায় দ্রুত গতিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলমান কঠোর বিধিনিষেধ আরও ৭ দিন বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। মোংলা পোর্ট পৌর এলাকা জুড়ে কঠোর নজরদারি ও টহল দিতে দেখা গেছে কোস্টগার্ড, পুলিশ, আনসারসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
কঠোর বিধি নিষেধের মধ্যেও মোংলা গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোংলায় উপজেলায় নমুনা পরীক্ষায় করোনা সনাক্তের হার দাড়িয়েছে ৫২.৬৩ ভাগ। মোংলায় গত ৮ দিনে ২৩২ জনের নমুনা পরিক্ষায় পজেটিভ হয়েছে ১৪৭ জনের।
মোংলার পর এবার মোরেলগঞ্জ উপজেলায় দ্রুত বাড়ছে কনোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মোরেলগঞ্জে ৭ জনের জনের করোনা শনাক্ত হয়েছে। মোরেলগঞ্জে এখন করোনা সনাক্তের হার দাঁড়িয়েছে ৮৩.৩৩ ভাগ। যা দেশের মধ্যে সবোর্চ্চ। গত ৩ দিনে এই উপজেলায় ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। বাগেরহাট জেলায় সংক্রমণ বাড়ায় গত ২৪ ঘণ্টায় ৩২ জন করোনা আক্রান্ত হয়েছে। জেলায় সনাক্তের হার ৪৫ দশমিক ৭১।
মোংলায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া স্থানীয় প্রশাসনকে সহায়তার লক্ষ্যে মাঠে নেমেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
করোনার কঠোর বিধিনিষেধের ৮ম দিনে মোংলায় সব ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পৌর এলাকাজুড়ে প্রবেশদ্বার গুলোতে চেকপোষ্টের পাশাপাশি কঠোর নজরদারি ও টহল দিতে দেখা গেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, ৯ হাজার ২৫৫ জনের নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে এক হাজার ৮০৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪৭ জনের। এখন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৯৮ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত