মহামারী করোনার ডাবল ভেরিয়েন্ট নিয়ে বিপর্যস্ত অবস্থা ভারতে। এ নিয়ে করোনার নতুন ধরনে নাজেহাল দেশটিতে নতুন শঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, নতুন এই ধরনের আবার তিন উপধরন আছে, যার মধ্যে অতিসংক্রামক ডেল্টা ধরন নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
ভারতে নমুনা পরীক্ষার পর পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) গবেষকরা এমনটাই জানিয়েছেন। তাদের দাবি, ব্রাজিল ও ব্রিটেন থেকে আসা যাত্রীদের নমুনায় সংক্রামক আরেক ধরনের খোঁজ মিলেছে। করোনার নতুন ধরনের নাম বি.১.১.২৮.২।
ব্রিটেন স্ট্রেইন ও কভিডের বি.১ ধরনের সংমিশ্রণে নতুন এই স্ট্রেইনের উৎপত্তি হয়েছে কি না তা এখনো ধরা যায়নি। ভাইরাসের প্রোটিনে কী কী বদল হয়েছে সেটাও জানা যায়নি। পরীক্ষা-নিরীক্ষা চলছে। ধারণা, এটি ডি৬১৪জি ভেরিয়েন্টেরই কোনো পরিবর্তিত রূপ হতে পারে।
সূত্র : দ্য ওয়াল।
বিডি-প্রতিদিন/শফিক