গত ২৪ ঘনটায় করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেলিগেট হাসপাতালে করোনা পজেটিভ রোগী ১ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যুসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার এক লাফে ৪৫ দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক ৮৬ শতাংশে। করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ২ হাজার ৮৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে মোট ৫৫ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন
রয়েছে। এছাড়া বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও বাসা বাড়ীতে মোট ৩৮৬
জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৫৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৬০ জন। প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা আক্রান্ত নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন