২২ জুন, ২০২১ ১১:৩০

গাজীপুরে লকডাউন অমান্য করে চলছে গাড়ি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে লকডাউন অমান্য করে চলছে গাড়ি

সরকার ঘোষিত গাজীপুরের লকডাউনের প্রথম দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় মঙ্গলবার সকাল থেকেই কিছু কিছু দূরপাল্লার গাড়ি ও আঞ্চলিক রোডের যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। লেগুনা গাড়ি চলাচল করছে। সড়কে চলাচলকারী অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না।

লকডাউনে গণপরিবহন সম্পূর্নভাবে বন্ধ থাকার নির্দেশনা থাকলেও তা মানছে না অনেকেই। দূরপাল্লার বিশেষ করে ময়মনসিংহগামী বেশ কিছু পরিবহনকে রাস্তায় চলতে দেখা গেছে।

শহরের কিছু কিছু দোকানপাট খোলা দেখা গেছে। দোকানপাটে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নেই বললেই চলে। শহরে রাস্তায় রিকশা, টমটম, প্রাইভেট কার, সিএনজি ও নিত্যকাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে দেখা গেছে।

গাজীপুরে ২৪ ঘণ্টায় ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছ। এই নিয়ে জেলায় ১১ হাজার ৯৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলাতে এখন পর্যন্ত ১০ হাজার ৫৭১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর