মেহেরপুর জেলায় একদিনেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩১৭ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন। তিনি জানান, সোমবার ল্যাবে যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে ১০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। ১০৩ জনের মধ্যে ৪৬ জনের রিপোর্ট পজিটিভ।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২৩ জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলায় ৯ জন এবং অপর দুজন চুয়াডাঙ্গার বাসিন্দা। নতুন ৪৬ জন মিলে জেলায় বর্তমান করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩১৭ জন। এর মধ্যে সদর উপজেলার ১১৬ জন, গাংনী উপজেলার ১১৪ জন ও মুজিবনগর উপজেলার ৮৭ জন।
সিভিল সার্জন আরও জানা, মেহেরপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন শহর ও গ্রামে সর্বত্রই সমানতালে বাড়ছে রোগীর সংখ্যা।
বিডি প্রতিদিন/এমআই