গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৬৮ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৮ হাজার ৩৬৮ জন। এসময় করোনায় মারা গেছেন ৩ জন।
মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছেন ৩৬৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ২২৬ জন এবং উপজেলার ১৪২ জন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন