২৬ জুলাই, ২০২১ ১৮:০৫

কুড়িগ্রামে লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা ও মামলা দায়ের অব্যাহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা ও মামলা দায়ের অব্যাহত

কুড়িগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ৪টি টিম জরিমানা ও মামলা দায়ের অব্যাহত রেখেছেন।

আজ  সোমবার সকালে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে অযথা বাইরে বের হওয়া, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চালানো, অতিরিক্ত যাত্রী পরিবহন, দোকানপাট খুলে ব্যবসা পরিচালনা করা ও মাস্কবিহীন চলাচলের কারণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ গত ২৪ ঘণ্টায় ৫৬টি মামলা দায়ের করেন। এছাড়া বিভিন্ন অপরাধে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান,আইনের ব্যত্যয় কেউ যাতে না ঘটায় সে জন্য এ অভিযান চলমান থাকবে।

 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর