৫ আগস্ট, ২০২১ ০৭:৩২

গরিব দেশে টিকা দেওয়ার জন্য বুস্টারে বিরতির আহ্বান ডব্লিউএইচওর

অনলাইন ডেস্ক

গরিব দেশে টিকা দেওয়ার জন্য বুস্টারে বিরতির আহ্বান ডব্লিউএইচওর

যেসব দরিদ্র দেশে বর্তমানে সংক্রমণ বেড়েছে, সেসব দেশ এখনো তাদের জনসংখ্যার একটি বড় অংশকে টিকা দিতে পারেনি

কমপক্ষে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত করোনার (কোভিড-১৯) জন্য বুস্টার ভ্যাকসিন কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গরিব দেশগুলোতে টিকা সরবরাহ নিশ্চিত করতে বুধবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সংশ্লিষ্ট দেশগুলোর ( যেসব দেশ বুস্টার ভ্যাকসিন দিচ্ছে) প্রতি এই আহ্বান জানান। 

বিবিসির খবরে বলা হয়েছে, ডব্লিউএইচও প্রধান বলেন, বুস্টার ডোজ স্থগিত রাখলে এই সময়ের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়া যাবে।

নিজেদের নাগরিকদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি ও ইসরায়েলসহ বিশ্বের বিভিন্ন দেশ। কিন্তু ডব্লিউএইচও প্রধান বলেন, এতে গরিব দেশগুলো টিকাদানের বাইরে থেকে যাবে।

তিনি বলেন, এখন টিকা সরবরাহের পরিস্থিতি বিপরীতমুখী হওয়া উচিত। টিকার বেশিরভাগ নিম্ন আয়ের দেশগুলোতে সরবরাহ করা উচিত।  

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে নিজেদের জনগণকে রক্ষায় সব সরকারের উদ্বেগ বুঝতে পারছি। কিন্তু আমরা মেনে নিতে পারি না যে, যেসব দেশ ইতোমধ্যে বিশ্বের বেশিরভাগ টিকা ব্যবহার করে ফেলেছেন তারা তার চেয়ে বেশি টিকা নিয়ে নেবেন।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর