দেশে ২৪ ঘণ্টায় ৬ লাখ ভ্যাকসিন গ্রহণ করেছে ৫ লাখ ৯৯ হাজার ৯২৯ জন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট ৫ কোটি ১৬ লাখ ৩ হাজার ৯৭ জন করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৫ কোটি ৯ লাখ ২২ হাজার ৬৯৬ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ৮০ হাজার ৪০১ জন নিবন্ধন করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে, দেশে ২৪ ঘণ্টায় ৬ লাখ ভ্যাকসিন গ্রহণ করেছে ৫ লাখ ৯৯ হাজার ৯২৯ জন। এর মধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছে ৪ লাখ ৪৬ হাজার ১১৮ জন এবং দ্বিতীয় ডোজ ১ লাখ ৫৩ হাজার ৮১১ জন। এখন পর্যন্ত ৫ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৫৭২ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার ৭ জন এবং দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছে ১ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড দেওয়া হয়েছে ১ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৫৮ ডোজ। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৫২৭ ডোজ। চীনের সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ১৮ হাজার ৫৪১ ডোজ। আর মডার্নার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫১ লাখ ৩৫ হাজার ৫৪৬ ডোজ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির