যুক্তরাষ্ট্রের মিসৌরী রাজ্যর শিশু অ্যাড্রিয়ান জেমস করোনা আক্রান্ত হয়ে ভেন্টিলেটরের সাহায্যে শ্বাস গ্রহণ করছে। সেন্ট লুইতে 'এসএসএম হেলথ কার্ডিনাল গ্লেনন' শিশু হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাতরাচ্ছে মাত্র দুই বছরের জেমস।
রয়টার্সের এক প্রতিবেদনে জেমসের ছবিটি অগুণিত মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দুঃখ প্রকাশ করছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন। অনেকে হাসপাতালে শয্যাশায়ী জেমসের ছবি শেয়ার করে সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করছেন।
উল্লেখ্য, রয়টার্স পিকচার্স এর উত্তর আমেরিকার সম্পাদক করিন পারকিনস নিজেই নিউজটি তার টুইটার অ্যকাউন্ট থেকে শেয়ার করেছেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন / অন্তরা কবির