দেশে গত ২৪ ঘণ্টায় ৬৬৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে। একই সময়ে করোনায় মারা গেছেন ১২ জন, যা সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৪৭ জনে।
আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৩২১ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৬৪ জন। মোট সুস্থ ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন। দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৬৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে।
এর আগের দিন বুধবার সারা দেশে করোনায় মারা যান ২১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় ৭০৩ জনের দেহে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ