করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৭ হাজার ৫৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৪২ হাজারের বেশি মানুষের দেহে।
করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ২৩ কোটি ৭৯ লাখ ৭২ হাজার ৫৭৬ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৪৮ লাখ ৫৬ হাজার ৩৮২ জন। মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ কোটি ৫১ লাখ ১১ হাজার ৮৬০ জন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন