ব্রিটেনে শুক্রবার করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬,০৬০ জন। বৃহস্পতিবার ছিলো ৪০,৭০১ জন, বুধবার ছিলো ৩৯,৮৫১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮০ লাখ ৮১ হাজার ৩০০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৮ জন।
এদিকে শুক্রবার নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১২৭ জনের। বৃহস্পতিবার ছিলো ১২২ জন, বুধবার ছিলো ১৪৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৫৪১ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ১ হাজার ৭৩৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৭ হাজার ১৮৫ জন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন