সোমবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে টেকনো মোবাইল। চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশে ট্রানসন হোল্ডিং বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এই মোবাইল ফোনটি নিয়ে আসছে।
সোমবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নতুন মোবাইল ফোনের যাত্রা শুরু হবে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে।
টেকনো মোবাইলের উদ্বোধন অনুষ্ঠানে ট্রানসন হোল্ডিং লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরী, ট্রানসন হোল্ডিং বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজওয়ানুল হকসহ আরও অনেকেই উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে ট্রানসন হোল্ডিং হচ্ছে একটি উদীয়মান প্রতিষ্ঠান। পৃথিবীর ৫০টির বেশি দেশে তারা অপারেট করছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন