আইফ্লিক্সের সাথে সমঝোতা স্মারক সই করেছে এশিয়ার টেলিযোগাযোগ শিল্পের অন্যতম বৃহত্তম গ্রুপ আজিয়াটা। আসিয়ান ও দক্ষিণ এশিয়াজুড়ে ১২ কোটি ৫০ লাখের বেশি গ্রাহকদের বিশ্বমানের বিনোদন সেবা প্রদানের জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আইফ্লিক্স বিশ্বের অন্যতম শীর্ষ সাবসক্রিপশন ভিডিও অন ডিমান্ড (এসভিওডি) সার্ভিস যার মাধ্যমে গ্রাহকরা হাজার হাজার টিভি শো, সিনেমা ও অন্যান্য কন্টেন্ট উপভোগ করতে পারেন।
প্রাথমিকভাবে এ সেবাটি মালয়েশিয়ার সেলকম এবং শ্রীলংকার ডায়লগের গ্রাহকরা উপভোগ করছেন। এ দুটি দেশে সাফল্যের প্রেক্ষিতে ইন্দোনেশিয়ার এক্সএল, ক্যাম্বোডিয়ার স্মার্ট, বাংলাদেশের রবি এবং নেপালের এনসেলে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে আজিয়াটা।
এছাড়া আইফ্লিক্স ও আজিয়াটা যৌথভাবে শুধু আজিয়াটার গ্রাহকদের জন্য বিশেষ কন্টেন্ট তৈরি করবে। আজিয়াটার সকল গ্রাহক আইফ্লিক্সের বিশ্বমানের সেবা উপভোগ করতে পারবেন।
বিডি প্রতিদিন/১৯ জুলাই, ২০১৭/ফারজানা