অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বুধবার থেকে যশোর রুটে প্রতিদিন আরও একটি করে ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংস্থাটি।
যাত্রী চাহিদার কারণে শিগগিরই কক্সবাজার ও সৈয়দপুর রুটে ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা করছে নভোএয়ার কর্তৃপক্ষ।
জানা গেছে, নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, কক্সবাজার রুটে ৫টি, যশোর রুটে ৫টি, সৈয়দপুর রুটে ৪টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা, কক্সবাজার ৩ হাজার ৯০০ টাকা, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহী ২ হাজার ৭০০ টাকা করে এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১ হাজার ৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।
বিডি প্রতিদিন/২০ জুন, ২০১৯/আরাফাত