২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০৮:৩৯

ইওর ট্রাভেল ভ্যালেন্টাইনস পার্টিতে বহুজাতিক ট্রাভেল অপারেটর

প্রেস বিজ্ঞপ্তি

ইওর ট্রাভেল ভ্যালেন্টাইনস পার্টিতে বহুজাতিক ট্রাভেল অপারেটর

ইওর ট্রাভেলের জমজমাট ভ্যালেন্টাইনস নাইট পার্টি হয়ে গেল রাজধানীর অভিজাত হোটেলে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধায়। এতে অতিথি হিসেবে যোগ দেন সে সব প্রিভিলেজড গেস্ট যারা গত বছর বিভিন্ন সময়ে ইওর ট্রাভেলের প্যাকেজহলিডে প্রোগ্রামে অংশ নিয়েছিলেন।

ভ্যালেন্টইনস সন্ধ্যার ক্ষণটি আরো বর্ণাঢ্য হয়ে এক আনন্দ আয়োজনে রূপ নেয় খ্যাতিমান কন্ঠশিল্পী লাবণীর গানে, ডিজে আকস-এর অনন্য পরিবেশনা এবং রাতুল ও তার ড্যান্স গ্রুপের অপরূপ নাচের ছন্দে। পার্টি শুরুর পরপরই ইওর ট্রাভেলের ৫০ জন কর্মীর হাতে বছরে তাদের অনন্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সনদ তুলে দেয়া হয়।  

এ ছাড়াও মনোরম এই  সন্ধ্যায় সেরা দম্পতি, সেরা নৃত্য জুটি এবং সেরা সুবেশী দম্পতি নির্বাচিতদের হাতে তুলে দেয়া হয়স্বীকৃতি সনদ ও উপহার সামগ্রী। 

এ ছাড়াও ইওর ট্রাভেলের পক্ষ থেকে বাংলাদেশে ভ্রমণে আসা বিদেশী পর্যটকদের জন্য ‘বুদ্ধিস্ট পিলগ্রিমেজ’ নামে একটি অনন্য ভ্রমণ প্যাকেজ শুরুর ঘোষণা দেয়া হয় এ আয়োজনে। ‘বুদ্ধিস্ট পিলগ্রিমেজ’ প্যাকেজের মাধ্যমে বিদেশী বৌদ্ধ পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রাচীন বৌদ্ধ স্থাপনা, মঠ ও ধ্বংসাবশেষগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

বিডি ইন-বাউন্ড ট্যুরিজম প্রেসিডেন্ট রেজাউল ইকরাম এ বিষয়ে বলেন, এই ভ্রমণ প্যাকেজ বাংলাদেশের ইন-বাউন্ড পর্যটনে নতুন গতির সূচনা ঘটাবে। আটাবের প্রেসিডেন্ট মনসুর আহমেদ কালাম নিজের উচ্ছ্বাস ব্যক্ত করে বলেন, অতি আনন্দের খবর, বিদেশি ট্যুর অপারেটররা বাংলাদেশের পর্যটনের উন্নয়নে এভাবে এগিয়ে এসেছেন। বুদ্ধিস্ট পিলগ্রিমেজ এমন এক অনন্য আয়োজন যা অনেকের ভাবনাতেও আসেনি এর আগে। 

ইওর ট্রাভেল ভ্যালেন্টাইনস নাইটস পার্টির এ চমৎকার আয়োজনে অন্যান্য বিশেষ অভ্যাগতদের মধ্যে ছিলেন ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ফারুক হাসান, ডিবিসিসিআই প্রেসিডেন্ট আনোয়ার শওকত আফসার, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিওএবি) প্রেসিডেন্ট মো. রাফেউজ্জামান, টিডিএবি প্রেসিডেন্ট সৈয়দ হাবিব আলি, বিডি-ইন বাউন্ড প্রেসিডেন্ট রেজাউল ইকরাম, রিজেন্ট এয়ারওয়েজের সিসিও হানিফ জাকারিয়া এবং আটাবের প্রেসিডেন্ট মনসুর আহমেদ কালাম। বিগত দুই বছর ধরে বিশ্বের ৮টি দেশে নিজস্ব কার্যালয়ের মাধ্যমে পর্যটকদের প্রশংসনীয়সেবা দিয়ে আসছে ইওর ট্রাভেল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর