২১ মে, ২০২০ ১৯:৪২

মীর গ্রুপের উদ্যোগে পুলিশের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান

অনলাইন ডেস্ক

মীর গ্রুপের উদ্যোগে পুলিশের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান

বর্তমান করোনা পরিস্থিতিতে সমাজের প্রতি জরুরি সাহায্যসেবার হাত বাড়িয়ে দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান মীর গ্রুপ অব কোম্পানীজ। এরই ধারাবাহিকতায় মঙ্গল ও বুধবার (২০ ও ২১ মে) প্রতিষ্ঠানটির উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান, উত্তরা এবং মিরপুর  জোনে প্রায় ৪ হাজার ফেস শিল্ড হস্তান্তর করা হয়। 

করোনাভাইরাসের এই ক্রান্তিকালে জনসেবা দানকারী পেশাদারদের মধ্যে বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের চলমান লকডাউন অবস্থা ও আইনের প্রয়োগ ধরে রাখতে পুলিশ সদস্যরা জনগণের সংস্পর্শে এসে দেশজুড়ে ক্রমাগত কাজ করে যাচ্ছে। মাস্কের পাশাপাশি ফেস শিল্ডের ব্যবহার তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই হ্রাস করবে। 

উক্ত সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই জাহির ও চীফ রিলেশনশিপ অফিসার রফিকুল ইসলাম। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে গুলশান ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সুরক্ষা সামগ্রীগুলো গ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর