ঐতিহ্যবাহী সব মিষ্টির সমাহার নিয়ে রাজধানীর উত্তরায় শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘মিঠাই’। সম্প্রতি উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁ জনপথ রোড এলাকায় নতুন এ শোরুমটি চালু করা হয়।
শোরুম চালু উপলক্ষে ক্রেতারা মিঠাইয়ের পণ্য কিনলে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ১৫ শতাংশ ছাড় পাচ্ছেন। শোরুমটিতে মিষ্টি ছাড়াও শনপাপড়ি, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন নাগেট, চিকেন শর্মা, ফ্রাইড রাইস, কফি, লাচ্ছি, জুস ও বেভারেজসহ প্রভৃতি খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে।
বঙ্গ বেকারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অনিমেষ সাহা জানান, ‘মিঠাই’এর লক্ষ্য সারাদেশে সুলভ মূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত মিষ্টি পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে সারাদেশে মিঠাই-এর শোরুম চালু করা হচ্ছে।’
বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিঠাই-এর ৪২টি শোরুম চালু রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ